বিভিন্ন ফুটেজ ও ভিডিও ক্লিপে দেখা যায় হাজারে হাজারে পঙ্গপাল বিল্ডিং ও ছাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে।
মাসখানে আগে অবশ্য দেশটির মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশে পঙ্গপাল হানা দেয়।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, শনিবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় শহরের দক্ষিণ ও পশ্চিম জেলা কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতা দিয়েছেন।
এদিকে পঙ্গপালকে তাড়াতে গুরুগ্রামে বাসিন্দাদের হাঁড়ি এবং কলস বা ড্রাম ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া এএনআই নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দিল্লি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানের পাইলটদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এমএমএস