ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভারতসহ অন্যদের বিরুদ্ধে চীন, এটিই কম্যুনিস্ট দলের স্বভাব’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ২, ২০২০
‘ভারতসহ অন্যদের বিরুদ্ধে চীন, এটিই কম্যুনিস্ট দলের স্বভাব’

ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে বর্তমানে চীনের আক্রমণাত্মক অবস্থানই চীনা কম্যুনিস্ট পার্টির ‘প্রকৃত স্বভাব' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সচিব কেইলি ম্যাকেনানি এ কথা জানিয়েছেন।  

সম্প্রতি লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের মুখোমুখি অবস্থান ও তার জেরে ভারতীয় সেনা নিহতের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ জানিয়ে কেইলি ম্যাকেনানি জানান, আমরা গভীরভাবে লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের অবস্থান পর্যবেক্ষণ করছি।

 

‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চীনের বিরোধ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যাপারে বেইজিংয়ের আগ্রাসী অবস্থানের প্রতিনিধিত্ব করে। তাদের এসব কর্মকাণ্ড মূলত চীনা কম্যুনিস্ট পার্টির প্রকৃত চরিত্রকেই তুলে ধরে। ’

যুক্তরাষ্ট্র চীন-ভারতের সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানান হোয়াইট হাউজের প্রেস সচিব।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।