ঢাকা: এক সপ্তাহের জন্য ঢাকায় ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া।
মঙ্গলবার (৭ জুলাই) এয়ারলাইন্সটির বাংলাদেশ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৬ জুন বাংলাদেশে আন্তর্জাতিক রুটে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা ওঠার পর ১ জুলাই থেকে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় এয়ার অ্যারাবিয়া। গত ৩ জুলাই প্রায় সোয়া ৩ মাস পর করোনায় নিষেধাজ্ঞা ওঠার পর ঢাকায় প্রথম ফ্লাইট পরিচালনা করে এয়ার অ্যারাবিয়া।
সেই অনুযায়ী দ্বিতীয় ফ্লাইটটি বুধবার (৮ জুলাই) হওয়ার কথা। কিন্তু এক দিন আগেই রোববার (৭ জুলাই) সংস্থাটি এক সপ্তাহের জন্য ঢাকায় ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করলো।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
টিএম/ওএফবি