ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টিকটকের পর আলিবাবা নিষিদ্ধ করার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
টিকটকের পর আলিবাবা নিষিদ্ধ করার ইঙ্গিত ট্রাম্পের ...

টিকটকের পর যুক্তরাষ্ট্রে চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা নিষিদ্ধ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলিবাবার মতো আরো বেশ কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হতে পারে।

আলিবাবার মতো চীনের অন্যান্য কোম্পানিগুলোকে নিষিদ্ধ করার পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বিষয়টি নিয়ে ভাবছি।

গত শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার যুক্তিতে টিকটকের মালিকানাধীন চীনা কোম্পানি বাইটড্যান্সকে ব্যবসা বিক্রি করতে ৯০ দিন সময় নির্ধারণ করে দেয় ট্রাম্প প্রশাসন।

শনিবারের সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার নাগরিকদের স্বার্থ সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। তাই এ ধরনের আরও কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।