ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫ নিহত পাঁচ অনুপ্রবেশকারী। ছবি টুইটার থেকে নেওয়া

পাঞ্জাবে ভারত-পাক সীমান্তে পাঁচ অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।  

শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, এ দিন ভোর পৌনে ৫টার দিকে তারণ তরণ জেলার খেমকরনে সীমান্ত দিয়ে ৫ জন অনুপ্রবেশকারী ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বিএসএফের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়।

বিএসএফ আরও জানিয়েছে, অনুপ্রবেশকারী ও বিএসএফের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। বিএসএফের গুলিতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়। এলাকায় তল্লাশি শুরু করেছে বিএসএফ।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।