ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোলস-রয়েসের ক্ষতি ৫৪০ কোটি পাউন্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
রোলস-রয়েসের ক্ষতি ৫৪০ কোটি পাউন্ড

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে রেকর্ড পরিমাণ ক্ষতির মুখে পড়েছে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং জায়ান্ট রোলস-রয়েস। সংস্থাটি দাবি করেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের নিট ক্ষতি হয়েছে ৫৪০ কোটি পাউন্ড।

খবর বিবিসির।

রোলস-রয়েসের প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বিবিসিকে বলেন, মানুষ ভ্রমণ করছে না। যার ফলে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আগামী পাঁচ ভচরেও পরিস্থিতি ২০১৯ সালের মতো স্ভাববিক হবে না।  

কোম্পানিটি যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ার ও ল্যাঙ্কাশায়ারের দুটি কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চাকরি হারাবে কমপক্ষে ৩ হাজার কর্মী।  

সারা বিশ্বে কোম্পানিটির ৫০ হাজার কর্মী আছে। এর এক-পঞ্চমাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিল কোম্পানিটি। অবশ্য এরইমধ্যে কমপক্ষে সাড়ের চার হাজার কর্মীর চাকরি চলে গেছে বলে কোম্পানির পক্ষ তেকে স্বীকার করা হয়েছে।  

রোলস-রয়েসের প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বিবিসির টুডে প্রোগ্রামে বলেন, এ বছর রোলস-রয়েস ৫০০ জেট ইঞ্জিন সরবরাহের প্রত্যাশা করেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এর অর্ধেক পরিমাণ সরবরাহ করা যেতে পারে। এছাড়া কোম্পানিটি তার স্পেনের আইটিপি অ্যারো ইউনিট এবং অন্য সম্পদ বিক্রি করে অন্তত ২০০ কোটি পাউন্ড সংগ্রহের কথা ভাবছে।

তিনি আরও বলেন, রোলস-রয়েস ইঞ্জিন বিক্রি করে নয়, বরং সেগুলোর ব্যবহারের মধ্য দিয়ে উপার্জন করে থাকে। এর মানে হলো, উড়োজাহাজ ল্যান্ডেড অবস্থায় থাকলে আয়ও থেমে যায়।  

তবে চলমান পরিস্থিতি কাটিয়ে উঠতে বিকল্প উপায় খতিয়ে দেখছে সংস্থাটি। যে কোনোভাবেই উদ্ভূত পরিস্থিতি সামলে নিয়ে সামনের দিনে মুনাফায় ফিরতে চায় কোম্পানিটি।

১৯১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর তেকেই বেশ সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে রোলস রয়েস।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।