ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ সহায়তার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ত্রাণ সহায়তার আহ্বান নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফলোয়ারদের প্রতি ত্রাণের জন্য সহায়তার আহ্বান জানানো হয়েছে। টুইটার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণ সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহবান জানিয়ে মোদীর টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়।

মোদীর ত্রাণ তহবিলে এই সহায়তা দিতে অনুসারীদের বলা হয়। পরবর্তীতে মোদীর অ্যাকাউন্ট থেকে এসব টুইট সরিয়ে নেওয়া হয়েছে।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ধরনের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদীর টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।