ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর মাদক সম্রাট সারহিও ভিয়ারেল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০
মেক্সিকোর মাদক সম্রাট সারহিও ভিয়ারেল গ্রেপ্তার

মেক্সিকো সিটি: মেক্সিকোর মাদক পাচারকারী দলের অন্যতম নেতা সারহিও ভিয়ারেলকে আটক করেছে কর্তৃপক্ষ।   সেনাবাহিনী সূত্রে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।



নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, সারহিও ভিলয়রেল যিনি এল গ্রান্দে বা পালের গোদা নামে অধিক পরিচিত। তাকে পুবাল শহর থেকে দুই সহকর্মীসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এর আগে মেক্সিকো কর্তৃপক্ষ সারহিওকে ধরতে ২২ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন।

কর্তৃপক্ষের মতে ভিয়ারেল মাদক পাচারকারী সংগঠন বেলত্রেন লেভার প্রধান। গত বছর দলটির প্রধান আরতুরো বেলত্রেন লেভার মৃত্যুর পর তিনি দলের প্রধানের দায়িত্ব পান।

ভিয়ারেলের বিরুদ্ধে মেক্সিকো কর্তৃপক্ষ মাদক পাচার এবং মাদক নিয়ে সংঘর্ষ  ও হত্যার অভিযোগ এনেছে। মাদক নিয়ে সংঘর্ষে এপর্যন্ত মেক্সিকোতে হাজার হাজার মানুষ মারা গেছে।  

২০০৬ সালে প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন দেশটিতে সেনা শাসন জারি করেন। এরপর থেকে মেক্সিকোতে ২৮ হাজার মানুষ নিহত হয়েছে মাদক সংশ্লিষ্ট ঘটনায়।

বাংলাদেশ সময়: ১৪০০ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।