ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরের বান্দিপোরায় মাসব্যাপী স্পোর্টস ফেস্টিভাল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
কাশ্মিরের বান্দিপোরায় মাসব্যাপী স্পোর্টস ফেস্টিভাল 

উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় মাসব্যাপী স্পোর্টস ফেস্টিভালের আয়োজন করেছে জম্মু-কাশ্মিরের পুলিশ।  
 
পহেলা অক্টোবর এসকে স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধন করেন সেখানকার গভর্নরের উপদেষ্টা আর আর ভাটনগর ও পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং।

এছাড়া অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

স্পোর্টস ফেস্টিভালের আয়োজন নিয়ে পুলিশের মহাপরিচালক বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে এখানকার যুবক ও তরুণরা দক্ষতা ও মেধার পরিচয় তুলে ধরতে পারবে। যারা এতে অংশ নেবে তারা সবাই শান্তির দূত। এছাড়া সুস্থ ও সবল জীবনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি।  

তিনি বলেন, জম্মু ও কাশ্মির মনীষীদের জন্মভূমি এবং তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। একইসঙ্গে জম্মু ও কাশ্মিরের শান্তি ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করা উচিত।

তিনি মাদক থেকে দূরে থাকার জন্য তরুণদের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।