ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় মন্ত্রী রাম ভিলাস মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
ভারতীয় মন্ত্রী রাম ভিলাস মারা গেছেন মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান, ছবি: সংগৃহীত

ভারতের ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ বিষয়ক মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) টুইটে তার ছেলে চিরাগ পাসওয়ান এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী রাম ভিলাস পাসওয়ানের ছেলে চিরাগ তার বাবা মারা গেছেন বলে জানিয়েছেন। চিরাগ বলেছেন ‘বাবা তুমি সবসময় আমার পাশে থাকবে’।

এর আগে গত শনিবার চিরাগ পাসওয়ান জানিয়েছিলেন, ৭৪ বছর বয়সী রাম ভিলাস হাসপাতালে চিকিৎসা চলছিল এমন সময় হার্ট অ্যাটাক করলে পরিস্থিতি খারাপের দিকে যায়। দ্রুত তার অস্ত্রোপচার করতে হয়। এরপর আর তার অবস্থার উন্নতি হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।