ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে ‘কালো দিবস’ পালন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
জম্মু-কাশ্মীরে ‘কালো দিবস’ পালন জম্মু-কাশ্মীরে ‘কালো দিবস’ পালন

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকশ’ শরণার্থীরা জম্মু ও কাশ্মীরের বিক্রম চকে ‘কালো দিবস’ পালন করেছেন।

প্রতি বছর ২২ অক্টোবর কাশ্মীরি শরণার্থীরা ‘কালো দিবস’ পালন করেন।

১৯৪৭ সালের এ দিন পাকিস্তান সেনাবাহিনীর কাশ্মীরে ‘হামলা ও দখলের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিবসটি পালন করেন তারা।

ভারতীয় সেনাবাহিনীর মতে, সেদিন পাকিস্তানি সেনাবাহিনী জম্মু-কাশ্মীরে আকস্মিক হামলা চালায়। সেসময় যারা প্রাণ দিয়েছেন, প্রার্থনার পর তাদের উদ্দেশে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

এসওএস ইন্টারন্যাশনালের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটির প্রেসিডেন্ট রাজিব চুনি বলেন, ‘সেদিন প্রায় ৭০ হাজার নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল, নারীদের অপহরণ ও ধর্ষণ এবং হিন্দু ও শিখদের ওপর অত্যাচার করা হয়েছিল। ’

সেসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতা করার দাবি তোলা হয় এ কর্মসূচি থেকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।