ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মিরে বিমান যোগাযোগ বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০
কাশ্মিরে বিমান যোগাযোগ বিপর্যস্ত

শ্রীনগর: ভারত শাসিত কাশ্মিরে সব ধরনের বিমান যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার সকাল থেকে সমগ্র কাশ্মির উপত্যকায় কারফিউ জারি করা হলে এ অচলাবস্থার সৃষ্টি হয়।



সোমবার সমগ্র কাশ্মির উপত্যকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়লে বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে ১৭ ব্যক্তি প্রাণ হারায় ও ৪৫ ব্যক্তি আহত হয়। খবর এনডিটিভি’র।

কারগিল যুদ্ধ ব্যতীত ১১ বছরের মধ্যে কাশ্মির এ অবস্থার মধ্যে আর কখনো পড়ে নি। কর্র্তৃপক্ষ শ্রীনগর থেকে যাওয়া ও আসার সব ধরনের ফাইট আগামী ৩ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।