ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কমলা হ্যারিস না মাইক পেন্স, কে হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
কমলা হ্যারিস না মাইক পেন্স, কে হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট?

প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন ভোটাররা মঙ্গলবার (৩ নভেম্বর) রায় দেবেন দেশটির পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হবেন, তারও। এবার রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন এবং দু’বছর দায়িত্ব পালন করেন। নির্বাচনে জয়ী হলে কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। তার জন্ম ১৯৬৪ সালে ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে।

ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় মেয়াদে তার রানিং মেট হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বিগত চার বছরে নিজেকে প্রভাবোলী ব্যক্তিত্বে পরিণত করেছেন মাইক পেন্স। তার জন্ম ১৯৫৯ সালের ৭ জুন। আইনসভার সদস্য হিসেবে তার ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি হাউজ রিপাবলিকান কনফারেন্সেরও সভাপতি ছিলেন।

ট্রাম্প না বাইডেনের সঙ্গে কে হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর দেশটির পরবর্তী ভাইস প্রেসিডেন্ট- তা নিয়েও আগ্রহের কমতি নেই বিশ্ববাসীর। সময় এখন শুধু অপেক্ষার।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।