ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেভাদা-জর্জিয়ায় এগিয়ে বাইডেন

শাওন সোলায়মান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
নেভাদা-জর্জিয়ায় এগিয়ে বাইডেন

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নেভাদা রাজ্যের দিকে এখন তাকিয়ে পুরো বিশ্ব। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত নিজের আধিক্য ধরে রেখেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন।

অন্যদিকে, জর্জিয়ায়ও রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত এবং বাংলাদেশ সময় শুক্রবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত নেভাডায় ৮৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট।
সংখ্যার হিসেবে অঙ্গরাজ্যটিতে প্রায় সাড়ে ১১ হাজার বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। রাজ্যটিতে যখন ৭৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছিল তখনও সাত হাজারের অধিক ভোটে এগিয়ে ছিলেন ওবামা প্রশাসনের সময় থাকা যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট। নেভাদায় আর প্রায় দুই লাখ ৩৩ হাজার ভোট গণনা বাকি আছে। সবকিছু ঠিকঠাক থাকলে নেভাদার ৬টি ইলেকটোরাল কলেজ ভোট অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবে বাইডেন।

অন্যদিকে, পূর্বের রাজ্য জর্জিয়ায় আধিপত্য কমছে ট্রাম্পের। শতভাগ ভোট গণনায় ট্রাম্পের দখলে ৪৯ দশমিক ৪ শতাংশ ও বাইডেনের দখলে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট রয়েছে। এখানেও এগিয়ে বাইডেন। ১৬ ইলেকটোরাল ভোট থাকা রাজ্যটিতে আর প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি আছে। কাজেই চমক বা দুর্ঘটনা যেকোনটিই হতে পারে এখান থেকে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।