মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন একের পর এক চমক দিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় জর্জিয়ায় পিছিয়ে থাকলেও এবার নিজেকে এগিয়ে নিয়েছেন জো বাইডেন।
১৬ ইলেকটোরাল কলেজ ভোট থাকা জর্জিয়ায় শুরু থেকেই এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী এবং দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে শুক্রবার (৬ নভেম্বর) রাজ্যটিতে আবারো ভোট গণনা শুরু হলে দ্রুতই নিজের সংখ্যাগরিষ্ঠতা হারাতে থাকেন তিনি।
প্রায় ৫০ হাজারেরও কম ভোট গণনার বাকি আছে জর্জিয়ায়। তবে এখনই ৯১৭ পপুলার ভোটে এগিয়ে আছেন বাইডেন। শেষ পর্যন্ত রাজ্যটিতে বাইডেন বিজয়ী হলে সবগুলো ইলেকটোরাল ভোট পাবেন তিনি। আর এর মধ্যে দিয়ে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের কর্তৃত্ব যাবে তার হাতে।
জর্জিয়ায় ব্যবধান খুব বেশি না হওয়ায় শেষ পর্যন্ত বাইডেন এ রাজ্যে হেরে গেলেও নেভাদাতে তার আশার প্রদীপ টিকে থাকবে। ৬টি ইলেকোটরাল ভোট থাকা ওই রাজ্যে ইতোমধ্যে ১১ হাজারের বেশি পপুলার ভোটে এগিয়ে আছেন বাইডেন। প্রেসিডেন্ট হতে হলে তার এই ৬টি ইলকোটরাল ভোটই যথেষ্ট।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসএইচএস/এমজেএফ