যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপার্গার আবার জর্জিয়ায় ভোট গণনার ঘোষণা দিয়েছেন। এ পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী এ অঙ্গরাজ্যটিতেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেট পার্টির জো বাইডেন।
জর্জিয়ায় এখন মাত্র চার হাজার ১৬৯ ভোট গণনা বাকি আছে। এছাড়া আট হাজারের মতো সামরিক ভোট মেইলে রয়েছে। সেগুলো আজকের মধ্যে পৌঁছালে তা গণনা করা হবে।
ভোট পুনরায় গণনার বিষয়টি নিশ্চিত করে জর্জিয়ার গভর্নর ব্র্যাড রাফেন্সপার্গার জানিয়েছেন, দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম থাকায় ভোট পুনরায় গণনা করা হবে। এ মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন। ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে।
এ রাজ্যটিতে ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। ট্রাম্পের চেয়ে দেড় হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে আছেন বাইডেন।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসআই