মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকান পার্টি। আদালতে আইনি লড়াই লড়তে ৬০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের টার্গেট নিয়ে অর্থদাতাদের দ্বারে দ্বারে ঘুরছে রিপাবলিকান ন্যাশনাল কমিটি।
সংগৃহীত অর্থ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বৈধতা চ্যালেঞ্জের মামলায় ব্যয় করা হবে। শনিবার (৭ নভেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবদেনে বলা হয়, ইতোমধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট গণনা বন্ধের জন্য মামলাও করেছে ট্রাম্প শিবির। ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করতে অঙ্গরাজ্যের আদালতে আরও মামলা করা হবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন রিপাবলিকানরা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরো কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভেনিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আগের চেয়ে অনেক এগিয়ে আছেন বাইডেন। এই দুই রাজ্যের যেকোনো একটিতে জিতলেই হোয়াইট হাউজের পথ নিশ্চিত হবে তার।
গত তিন দিন ধরে মার্কিন নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে ২১৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪টি রাজ্যের ভোট গণনা এখনও চলছে। এর মধ্যে তিনটিতে এগিয়ে আছেন বাইডেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
টিএম/এমজেএফ