ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় নিহত ভারতের ২ সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
পাকিস্তানের হামলায় নিহত ভারতের ২ সেনা সুখবীর সিংহ ও প্রেম বাহাদুর খাতরি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো পাকিস্তানের হামলায় ভারতের ২ সেনা নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অব কন্ট্রোলে (এলওসি) এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, যুদ্ধিবিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছে। এতে ভারতের ২ সেনা নিহত হয়েছেন। হামলার পর ভারতও সমুচিত জবাব দিয়েছে।

জম্মু-ভিত্তিক সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেবেনদার আনন্দ বলেন, রাজৌরি জেলায় এলওসির সুন্দরবানি সেক্টরে পাকিস্তান আর্মির হামলায় আহত ২ সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান আর্মি এ হামলা চালায়।

নিহত দুজন হলেন- নায়েক প্রেম বাহাদুর খাতরি এবং রাইফেলম্যান সুখবীর সিংহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজৌরী জেলা সংলগ্ন পুঞ্চে পাকিস্তানের গুলিতে জুনিয়র কমিশনড অফিসার নিহত হওয়ার ঠিক একদিন পর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।