ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সমুদ্র সহযোগিতা বাড়াতে অজিত দোভালের শ্রীলঙ্কা সফর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
সমুদ্র সহযোগিতা বাড়াতে অজিত দোভালের শ্রীলঙ্কা সফর

সমুদ্র সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে শ্রীলঙ্কা সফর করছেন ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল। শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বিজয়ের ঠিক এক বছর পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অজিত দোভালের সফর করার কথা রয়েছে। মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারীয়া দিদিও এই সফরে অংশ নিয়ে আলোচনায় বসবেন।

দুই দিনের এই সফরে ভারত-শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মধ্যবর্তী সমুদ্র সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। যা দীর্ঘ ছয় বছর চুপচাপ পড়ে আছে।

এর আগে শ্রীলঙ্কার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভারত এবং মালদ্বীপকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভারতের সঙ্গে সমুদ্র সহযোগিতা পুনরুজ্জীবিত করার দিকেই জোর দিচ্ছে দেশগুলো।

তথ্যসূত্র: স্টার্টনিউজগ্লোবাল

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।