অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিত তীরে অবৈধ বসতি স্থাপন করেই যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপ কিংবা আইনের কোনো তোয়াক্কা করছে না তারা।
অন্যদিকে জেরুজালেম আল-কুদস শহরের উত্তরে আরও নয় হাজার ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনের গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে পার্সটুডে।
রোববার ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেন।
ইসরায়েলের চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানিয়েছে, জেরুজালেম আল-কুদস শহরের পৌরসভা সেখানে ইহুদিদের জন্য নয় হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।
সূত্র অনুযায়ী, জেরুজালেম শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল।
কয়েক বছর আগে জেরুজালেম শহরের এ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা করা হয় কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে কয়েক বার তা স্থগিত করে তেল আবিব।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
নিউজ ডেস্ক