ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুর্কি কূটনীতিককে আটক করেছে গ্রিস, উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
তুর্কি কূটনীতিককে আটক করেছে গ্রিস, উত্তেজনা

গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে তুরস্কের এক কূটনীতিককে আটক করেছে গ্রিস। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা।

আটক তুর্কি কূটনীতিকের নাম সালাহউদ্দিন বাইরাম। তিনি গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত ছিলেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।  

জানা গেছে, সালাউদ্দিন বাইরাম সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তুলেছিলেন। আর সে কারণেই তাকে আটক করা হয়েছে।  

তুরস্ক হয়ে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খননকাজ দুই প্রতিবেশী দেশের মধ্যে বাদানুবাদ চলছে দীর্ঘদিন ধরেই।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।