ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার দিবস উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ভারতের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন।

ওয়েবিনারে দেশটির বিভিন্ন শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞরা জনগণের সচেতনতার মাত্রা বাড়ানোর কথা বলেছেন। এজন্য সমাজের প্রান্তিক শ্রেণীর মানবাধিকারকে গুরুত্ব সহকারে সুরক্ষিত করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

ওয়েবিনারে বক্তারা বলেন, সমাজের দুর্বল অংশের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং মানবাধিকারকে আরও অর্থবহ করে তুলতে হবে। বিশেষ করে করোনার এই সময়ে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

তারা বলেন, কোভিড-১৯ মহামারির ফলে এখন পুরো বিশ্ব আন্তঃসংযুক্ত এবং পরস্পর নির্ভরশীল। এটা আমাদের শিখিয়েছে আমরা একে অপরের প্রতি কতটা নির্ভরশীল। সুতরাং, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা সার্বজনীন করতে হবে। তবেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।