ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বড়দিনে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বিস্ফোরণ, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
বড়দিনে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বিস্ফোরণ, আহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বড়দিনের সকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বিশ্বাস করেন কর্মকর্তারা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বড়দিনের সকালের বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছিল ন্যাশভিল। এ ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ডজন ভবন।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, বড় ধরনের ওই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে।

স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জোসেফ প্লেজান্ট জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।