ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিশংসনের মুখে পড়ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিশংসনের মুখে পড়ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র হামলার পর ট্রাম্পকে অভিশংসন করার দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এ পরিকল্পনার কথা জানান।

সোমবার (১১ জানুয়ারি) ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন করা হতে পারে বলে জানায় বিবিসি। তার বিরুদ্ধে ‘সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার’ অভিযোগ আনা হতে পারে।

মঙ্গলবারের (১২ জানুয়ারি) মধ্যেই ট্রাম্পকে অভিশংসনের জন্য ভোট নেওয়া হতে পারে বলে জানিয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের হুইপ জেমস ক্লাইবার্ন।

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন। তবে গত বুধবার (৬ জানুয়ারি) ক্যাপিটলে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শেষ সময়েও তাকে অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে। যদি তিনি অভিশংসিত হন, তাহলে ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।