ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনা দূতাবাসের পোস্ট মুছে দিল টুইটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, জানুয়ারি ১১, ২০২১
চীনা দূতাবাসের পোস্ট মুছে দিল টুইটার

চীনের জিনজিয়াং প্রদেশের উইগুর মুসলিম সম্প্রদায়ের নারীদের হেয় করে দেওয়া চীনা দূতাবাসের একটি টুইট মুছে দিয়েছে টুইটার।  

যুক্তরাষ্ট্র চীনা দূতাবাস ওই টুইটে লেখে, উইগুর নারীদের সন্তান জন্মদানের মেশিন হিসেবে ব্যবহার করা যাবে না।

এ ধরনের মন্তব্যকে অমানবিক আচরণ অভিহিত করে শনিবার (৯ জানুয়ারি) চীনা দূতাবাসের টুইট ব্লক করে টুইটার কর্তৃপক্ষ। খবর বিবিসির।  

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পর্যালোচনার পর দেখা গেছে চীনা কর্তৃপক্ষ ধর্ম-বর্ণ বা বর্ণের ভিত্তিতে এ ধরনের অমানবিক নিষেধাজ্ঞার ব্যবস্থা নিয়েছে যা আমাদের নীতিমালার বরখেলাপ। ’

অবশ্য পরে টুইটে দেওয়া বিবৃতি মুছে ফেলে চীনা দূতাবাস। ওই বিবৃতিতে বলা হয়েছিল, ‘চরমপন্থা নির্মূলের অংশ হিসাবে উইগুর নারীদের লিঙ্গ সাম্যতা বজায় রাখতে ও তাদের প্রজনন স্বাস্থ্য উন্নতির জন্যে ঘন ঘন সন্তান জন্ম দেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। ’

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, জিনজিয়াং প্রদেশে উইগুর নারীদের বাধ্যতামূলক বন্ধ্যা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।