ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের টিকা চেয়েছে ৯২টি দেশ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, জানুয়ারি ২২, ২০২১
ভারতের টিকা চেয়েছে ৯২টি দেশ!

বিশ্বের ৯২টি দেশ ভারতের কাছে কোভিড-১৯ টিকা চেয়েছে। এর মাধ্যমে বিশ্বের টিকা হাব হিসেবে নয়াদিল্লির পরিচয় শক্তিশালী হয়েছে।

 

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভারতের টিকার স্বল্প মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় অনেক দেশই ভারতের দিকে এগিয়ে আসছে। ভারতে টিকা দান কর্মসূচি শনিবার থেকে শুরু হয়েছে। খবর আইএএনএসের।  

বাংলাদেশ, নেপাল, মিয়ানমারসহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশে ভারত নিজেদের উৎপাদিত টিকা পাঠাচ্ছে।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মোদীকে লেখা এক চিঠিতে ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট ৭০ হাজার টিকার জন্য আবেদন করেছেন।  

করোনায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ভারতীয় টিকা নেওযার জন্য একটি বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছে।

অন্যদিকে বলিভিয়ার সরকার ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৫০ লাখ ডোজ টিকার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র বলছে, করোনা মহামারি থেকে বিশ্বকে মুক্ত করতে পাকিস্তানকে টিকা দিতেও ভারতের কোনো দ্বিধা নেই। এছাড়া চীনের ভ্যাকসিন যদি কাজ না করে, তাহলে চীনকেও তা দিতে চায় ভারত।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।