ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কাশ্মীরে স্কিয়িং চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
দক্ষিণ কাশ্মীরে স্কিয়িং চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত

দক্ষিণ কাশ্মীরের জিল্যান্ডে শীতকালীন স্কিয়িং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পহলগামে জম্মু ও কাশ্মীরের শীতকালীন খেলা আয়োজনের সংস্থা (ডব্লিউজিএজেকে) এই আসরের আয়োজন করে।

 

ইভেন্টে অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং শপিয়ান জেলা থেকে স্কিয়াররা অংশ নিয়েছিলেন।  

পর্বতমালার পাহাড়গড়ের জওহর ইনস্টিটিউটের সহযোগিতায় এবং জেএন্ডকে স্পোর্টস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

এরই মধ্যে ডাব্লুজিএজেকে গুল্মার্গে ২৫ জানুয়ারি কাশ্মীরের সমস্ত জেলার জন্য প্রবীণ পুরুষ, মহিলা জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জানুয়ারি ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সমিতি গুলমার্গে সমস্ত বিভাগ এবং বয়সের জন্য স্টেট চ্যাম্পিয়নশিপ পরিচালনা করবে।

চ্যাম্পিয়নশিপটি নির্বাচিত সমস্ত খেলোয়াড়দের কোচিং শিবিরের পরে হবে। সূত্র: ইন্ডিয়া ব্লুমস

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।