ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করলো চীন

উইগুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে প্রতিবেদন সম্প্রচার করায় বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে চীন।  

চীনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, উইগুর ও করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্প্রচারের সমালোচনা করেছে চীন।  

এছাড়া সম্প্রতি ব্রিটিশ মিডিয়া রেগুলেটর অফকম চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করে। বিবিসির ওপর নিষেধাজ্ঞা সে ঘটনার প্রতিশোধও হতে পারে।  

সিজিটিএনের বিরুদ্ধে আভিযোগ ছিল তারা ব্রিটিশ ব্রডকাস্টিং রেগুলেশনের নিয়ম ভঙ্গ করেছে।  

বিবিসি বলছে, চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ।

চীনের বিবিসি চললেও তা সাধারণ মানুষ দেখতে পেত না। মূলত আন্তর্জাতিক হোটেল এবং কিছু কূটনৈতিক এলাকার মধ্যেই এর সম্প্রচার সীমাবদ্ধ ছিল।

বিবিসির সম্প্রচার বন্ধ করায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীনে মুক্ত গণমাধ্যমকে সঙ্কুচিত করার যে কাজ চলছে, এটা তারই অংশ। সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।