ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ৪ নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
পাকিস্তানে ৪ নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা

পাকিস্তানে চার নারী উন্নয়নকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উত্তর-পশ্চিম পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, পাকিস্তানি তালেবানদের সদর দফতর ছিল এমন অঞ্চলে সম্প্রতি সহিংসতার সবশেষ ঘটনা এটি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ইপ্পি গ্রামের কাছে, মীর আলী শহরের পূর্বে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানান সিনিয়র পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ।

খবর আল জাজিরার।  

ওই নারী উন্নয়নকর্মীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। গাড়িটির চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

উন্নয়নকর্মীরা এখানে কোনো নির্দিষ্ট হুমকির মধ্যে ছিলেন কিনা জানাতে চাইলে পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ বলেন, এটি একটি জঙ্গি অধ্যুষিত জেলা, এখানে সর্বত্রই হুমকি।
এখানকার আদিবাসী সংস্কৃতিতে নারীর অবাধ বিচরণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না বলে জানান তিনি।
গতবছর ওয়াজিরিস্তানে এ ধরনের হামলায় অন্তত ৫৮ জনের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।