ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেইজিং অলিম্পিক নিয়ে ক্রীড়াবিদদের উদ্বেগ আছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
বেইজিং অলিম্পিক নিয়ে ক্রীড়াবিদদের উদ্বেগ আছে

সেন্টার ফর স্পোর্ট অ্যান্ড হিউম্যান রাইটসের প্রধান নির্বাহী মেরি হার্ভে বলেছেন, বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক সম্পর্কে ক্রীড়াবিদদের উদ্বেগ রয়েছে এবং আয়োজকদের এ বিষয়ে স্বচ্ছ হওয়া দরকার।

উইগুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে শীতকালীন অলিম্পিক চীন থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

 

তবে চীন বরাবরই মানবাধিকার লঙ্ঘনের কথা অস্বীকার করে আসছে।  

চীনে আগামী অলিম্পিক গেমস অনুষ্ঠান নিয়ে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা জানতে চাইলে হার্ভে বলেন, আমি পরিস্থিতির তথ্য ও স্বচ্ছতা চাই।

তিনি বলেন, আমি মনে করি, এই মুহূর্তে তথ্যের অনুপস্থিতিতে এটা বলা কঠিন। আমি মনে করি সূর্যের
আলো সর্বোত্তম অ্যান্টিসেপটিক।  

১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে সোনা জয়ী মার্কিন ফুটবল দলের গোলরক্ষক হার্ভে বলেন, খেলাধুলার জগৎ মানবাধিকার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং ক্রীড়াবিদ ও ভক্তরা এখন অনেক প্রশ্ন করছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।