ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২১
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আট দিন ধরে হামলা চালানোর পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সহিংসতা বন্ধের বিষয়ে মিসরসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইসরায়েল-ফিলিস্তিনের সাম্প্রতিক সহিংসতা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এখন পর্যন্ত গাজায় ২১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬১ জন শিশু। অন্যদিকে ইসরায়েলে মারা গেছে ১০ জন। তাদের মধ্যেও দুই শিশু রয়েছে।

যদিও ইসরায়েলের দাবি, গাজায় যারা মারা গেছে, তারা জঙ্গি এবং কোনো বেসামরিক নাগরিক মারা গিয়ে থাকলে, সেটা অনাকাঙ্ক্ষিত।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মে ১৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।