ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীনগরে ৩টি কমিউনিটি সেন্টারে করোনা কেন্দ্র হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ১৯, ২০২১
শ্রীনগরে ৩টি কমিউনিটি সেন্টারে করোনা কেন্দ্র হচ্ছে

কাশ্মীরে করোনা পরিস্থিতি যখন তীব্রতর হচ্ছে, তখন শ্রীনগরের তিনটি সিটি কমিউনিটি সেন্টারকে করোনা কেন্দ্র হিসেবে তৈরি করা হচ্ছে, যাতে হাসপাতালে রোগীদের ভিড় কমানো যায়।  

এই কমিউনিটি সেন্টারগুলি শ্রীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) তত্ত্বাবধানে রয়েছে।

এই কেন্দ্রগুলোকে করোনা হাসপাতালগুলো পর্যবেক্ষণ এবং পরিচালনা করবে।  

বর্তমানে বাবা ডেম্ব এলাকার একটি কেন্দ্রের কাজ প্রায় শেষ হয়ে গেছে, সেখানে চল্লিশটি বিছানা পাতা হয়েছে। কর্তৃপক্ষ আগামী দিনে অক্সিজেন সুবিধা নির্ধারণ করবে, ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করবে।  

এসএমসির মেয়র জুনায়েদ আজিম মাট্টু এএনআইকে বলেন, এই কেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটার, ওয়াশরুম, পাওয়ার ব্যাকআপ এবং ডাক্তার ও প্যারামেডিক্যাল কর্মীরা চব্বিশ ঘণ্টা উপস্থিত থাকবেন।

বর্তমানে জম্মু ও কাশ্মীরে ৫০ হাজারের বেশি সক্রিয় করোনা রোগী আছেন। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।