ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ২১, ২০২১
নিউইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিউইয়র্কে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে নিউইয়র্কের ম্যানহাটনে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ মে সংঘর্ষের ঘটনা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে, যা এখন ভাইরাল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষকের সমর্থকদের থামানোর চেষ্টা করছেন পুলিশ। এ সময় কেউ কেউ পুলিশের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েন।

‘ফ্রি প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেট ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যান তারা। সেসময় ‘গাজা, গাজা আপনি কাঁদবেন না, আমরা আপনাকে কখনও মরতে দেব না’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীর।

একপর্যায়ে ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বিক্ষোভকারী কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ২১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।