ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনের সমর্থনে জাপানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মে ২১, ২০২১
ফিলিস্তিনের সমর্থনে জাপানে বিক্ষোভ ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এবার জাপানেও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শতাধিক বিক্ষোভকারী নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শতাধিক বিক্ষোভকারী জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের আশেপাশে অবস্থান নিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রদর্শন করেন।

ওমর নামের এক আলজেরিয়ান ব্যবসায়ী বলেন, আমি জাপানে বসবাস করি। আমার হৃদয়ে যা আছে তা প্রকাশ করতে এখানে আসা ছাড়া আমি আর কি করতে পারি? আজ আমার কাজের দিন ছিল। কিন্তু এখানে আসার জন্য আমি আজকের কাজ ছেড়ে দিয়েছি।  

‘সমর্থন জানানোর মাধ্যমেই আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। বলতে পারি- তোমরা একা নও’, যোগ করেন তিনি।

১০ মে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করে। এরপর হামাসও গাজা থেকে ইসরায়েলে প্রায় ৪ হাজার ৩৬৯টি রকেট নিক্ষেপ করে। এসব হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়। আর ইসরায়েলের হামলায় মৃত্যু হয় ২৪৩ জন ফিলিস্তিনির। সংঘর্ষের ১১তম দিনে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস এবং ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ২১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।