ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে পাকিস্তানের রাজনীতিক খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
লন্ডনে পাকিস্তানের রাজনীতিক খুন

লন্ডন: লন্ডনে নির্বাসিত পাকিস্তানের শীর্ষস্থানীয় একজন রাজনৈতিক নেতা খুন হয়েছেন। শুক্রবার তার দল ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।



পুলিশের মতে, খুন হওয়া ওই নেতার নাম ইমরান ফারুক। তার রাজনৈতিক দলের নাম মুত্তাহিদা কওমি আন্দোলন (এমকিউএম)। তিনি ওই দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। লন্ডনের উত্তরাঞ্চলে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও মাথায় আঘাতসহ পাওয়া যায়।

দলের ওয়েবসাইটের একটি বার্তায় বলা হয়েছে, ‘এমকিউএম-এর আহ্বায়ক ড. ইমরান ফারুক লন্ডনে খুন হয়েছেন। ’ এটায় ১০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

লন্ডনের মেট্রোপলিটান পুলিশের মুখপাত্র জানান, ‘পুলিশ কর্মকর্তারা একজন এশীয় লোককে ছুরিকাঘাতপ্রাপ্ত অবস্থায় পাওয়া গেছে। চিকিৎসাকর্মীরা তাকে বৃহস্পতিবার গ্রিনিচ সময় ১৭৩৭টায় মৃত ঘোষণা করেন। ’ তিনি আরও বলেন, বিষয়টা নিহতের আত্মীয়স্বজনদের জানানো হয়েছে। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ইমরান ফারুক ১৯৯৯ সাল থেকে ইংল্যান্ডে নির্বাসিত জীবনযাপন করছিলেন। পাকিস্তানে তার বিরুদ্ধে খুন ও নিপীড়নের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।