ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলঝেইমারের প্রথম ওষুধের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ৮, ২০২১
আলঝেইমারের প্রথম ওষুধের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

দীর্ঘ ২০ বছর পরীক্ষা চালানোর পর বিশ্বে প্রথমবারের মতো আলঝেইমার বা স্মৃতি শক্তি কমে যাওয়া রোগের ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

সোমবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের এফডিএ এই ওষুধের অনুমোদন দেয় বলে খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের নতুন এই ওষুধটির অনুমোদনের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল দাতব্য সংস্থাগুলো। ওষুধটির পরীক্ষার ফলাফল নিয়ে অনিশ্চয়তার কারণে এর সম্ভাব্য প্রভাবের ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত রয়েছে।  

বিবিসি আরো জানায়, মানবদেহে ওষুধটির তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হয়েছিলো। পরীক্ষায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কে অ্যালঝেইমারের উপসর্গ কমিয়েছে অ্যাডুকেনুম্যাব। ২০১৯ সালের মার্চে অ্যাডুকেনুম্যাবের শেষ ধাপের আন্তর্জাতিক ট্রায়াল পরিচালিত হয়। এতে কমপক্ষে তিন হাজার স্বেচ্ছাসেবী রোগী অংশ নিয়েছিলেন।

এফডিএর এক বিবৃতিতে বলা হয়, অ্যাডুকেনুম্যাব মস্তিষ্কে অ্যালঝেইমার সৃষ্টিকারী এক ধরনের প্রোটিন কমাতে পারে বলে প্রমাণ মিলেছে। এর ফলে রোগীদের গুরুত্বপূর্ণ উপকারের পূর্বাভাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এ ওষুধটির।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ০৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।