ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানকে ১২ লাখ ডোজ টিকা দিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ৮, ২০২১
তাইওয়ানকে ১২ লাখ ডোজ টিকা দিল জাপান

তাইওয়ানকে ১২ লাখ ডোজ করোনা টিকা দিয়েছে জাপান। বিষয়টি চীনকে রুষ্ঠ করেছে।

কারণ চীন চায় না তাইওয়ান কোনো উৎস থেকে টিকা পাক, এমন অভিযোগ এনেছে তাইপে।  

জানা গেছে, গত শুক্রবার টিকাগুলো তাইওযানে পাঠানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বিভিন্ন দেশকে ৩০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই অংশ হিসেবে তাইওয়ানে এই টিকা পাঠানো হলো।  

গত সপ্তাহে জাপানি কর্তৃপক্ষ বলেছিল, তাদের কাছে থাকা ভ্যাকসিন অন্যান্য দেশের সাথে ভাগ করে নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে, কারণ ক্ষমতাসীন দলের কমিটি তাইওয়ানকে তার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন স্টকের একটি অংশ সরবরাহ করার আহ্বান জানিয়েছে।

তাইওয়ানে টিকা প্রবেশ বন্ধ করার জন্য চীনের চাপের মধ্যে বুধবার সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষা সচিব বলেন, বাইডেন প্রশাসনের বিশ্বব্যাপী করোনা টিকা দান করার যে পরিকল্পনা নিয়েছে, তাতে তাইওয়ান অন্তর্ভুক্ত হওয়া উচিত।

গত মে মাসে ওয়াশিংটন ঘোষণা করেছিল, জুনের শেষ দিকে ৮০ মিলিয়ন ভ্যাকসিন বিভিন্ন দেশকে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ০৮, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।