ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ হয়ে চীনে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৩, ২০২১
গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ হয়ে চীনে নিহত ১২

ঢাকা: চীনের শিয়ান শহরের হুবেই প্রদেশে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণ হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৩ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে প্রদেশটির সিয়াং শহরের সবজি বাজারের একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়ার।

ওই ভবনের সিসিটিভির ফুটেজ অনুযায়ী, রোববার সকালে বাজারে ভিড় ছিলো অনেক। সাড়ে ৬টার দিকে ওই ভবনে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ থেকেই এই বিপত্তি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।