ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি টেলিভিশনের অনুমোদন বাতিল করল আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ফরাসি টেলিভিশনের অনুমোদন বাতিল করল আলজেরিয়া

ঢাকা: ফ্রান্সের সম্প্রচার মাধ্যম ফ্রান্স-২৪- এর অনুমোদন বাতিল করে দিয়েছে আলজেরিয়া। সরকারের তরফে বলা হয়েছে, সম্প্রচার মাধ্যমটি দেশটির সংবিধান ও প্রতিষ্ঠানগুলোর প্রতি বারবার শত্রুতা প্রদর্শন করেছে।

ফলে তারা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে।  

রোববার (১৩ জুন) উত্তর আফ্রিকার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। খবর: আল-জাজিরা

যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র আম্মার বেলহিমার বলেন, ফ্রান্স ২৪ সাংবাদিকতার রীতিনীতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। এটি গুজব ছড়ায় ও খবরের কারসাজি করে বেড়ায়।

এদিকে এক বিবৃতিতে ফ্রান্সের সরকারি সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে, এই উদ্যোগ নেওয়ার পেছনে কোনো ব্যাখ্যা না পাওয়ায় আমরা অবাক হয়েছি। আমরা আলজেরিয়ার খবর স্বচ্ছ, স্বাধীন ও সততার সঙ্গে প্রচার ও প্রকাশ করেছি।  

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।