ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০২১
আবারো গাজায় ইসরায়েলের বিমান হামলা

ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।  

বৃহস্পতিবার (১৭ জুন) অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে বিমান হামলা চালানো হয়।

গত মাসে হামাসের সঙ্গে ১১ দিনব্যাপী যুদ্ধের পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় দফা বিমান হামলার ঘটনা।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরে বেইত লাহিয়ার বিভিন্ন স্থানে সশস্ত্র সংগঠনগুলোর অবস্থানে বিমান হামলা চালায়। এ নিয়ে ২১ মে থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালায় ইসরাইল। এর আগে, বুধবার গাজায় হামলা চালায় বর্বর ইসরাইল।

জাবালিয়ায় অবস্থিত একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামাসের মুখপাত্র ফাউজি বারহৌম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানে হামলা নতুন ইসরাইলি সরকারের চরিত্র উন্মোচিত করেছে। আমাদের জনগণ এবং মসজিদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধ অব্যাহত থাকবে।

 

لحظة قصف موقع الادارة المدنية شرق جباليا شمال قطاع غزة#غزة_تحت_القصف pic.twitter.com/T0VCEB4SQP

— الغزاوي Ehabhelou (@Ehabhelou) June 17, 2021

আল আকসা টিভি জানিয়েছে, গাজার পশ্চিমাঞ্চলে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইসরাইলের হামলার পর হামাসের সদস্যরা মেশিনগান থেকে গুলি ছুড়েছে। ফলে সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজাতে হয়েছে ইসরাইলের বাহিনীকে।

ফিলিস্তিন থেকে ছোড়া এসব আগ্নেয় বেলুনের কারণে ইসরাইলের বিভিন্ন খামারে এবং জঙ্গলে আগুন লেগেছে।

ইসরাইলের দাবি, ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন ছোড়ার কারণে হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।