ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত বদলাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০২১
উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত বদলাচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত বদলাচ্ছে চীন।  
 
রাষ্ট্রদূত কুই তিয়ানকাই মঙ্গলবার নিশ্চিত করেছেন যে তিনি ওয়াশিংটন ত্যাগ করবেন।

কুই আট বছরেরও বেশি সময় ধরে এই পদে রয়েছেন। তার স্থলাভিষিক্ত হওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র কিন গ্যাং-এর।  

মঙ্গলবার কুই বলেন, চীন এবং মার্কিন সম্পর্ক একটি ‘মূল ক্রসরোড’-এ রয়েছে। হয় সংলাপ না হয় দ্বন্দ্ব বেছে নিতে হবে।

তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনাদের বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির দায়িত্ব আরও বেশি করে বহন করার আহ্বান জানান।

করোনা মহামারি শুরু না হলে কুই আরও আগেই ওয়াশিংটন ত্যাগ করতেন বলে জানা গেছে। কারণ তার অবসরের বয়স হয়ে গেছে।  

বাণিজ্য, অত্যাধুনিক প্রযুক্তি, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন, হংকং, তাইওয়ানসহ বিভিন্ন কারণে চীন-মার্কিন দ্বন্দ্ব এখন চরমে।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।