ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২১
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনার সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো সাত হাজার ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৭০৭ জন। সুস্থ হয়েছেন তিন লাখ নয় হাজার ৩১৫ জন।

রোববার (২৭ জুন) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (২৬ জুন) ২৪ ঘণ্টায় সাড়ে আট হাজার মানুষের প্রাণহানি ও চার লাখ চার হাজার ৩৭৯ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১৫ লাখ ৪৬ হাজার ২৬৮ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩২ হাজার ৭৪১ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫৯৭ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১৩৪ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৯ হাজার ৩৪৩ জন। অপরদিকে সুস্থ হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ১২ হাজার ৯০৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি দুই লাখ ৩২ হাজার ৩২০। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৫ হাজার ৭৮০ জনের। সুস্থ হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৪৩ হাজার ৩৩৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ১২ হাজার ৮১৯ জন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৫৩ জন।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুন ২৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।