ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভুয়া রিভিউ: ৩ চীনা ব্র্যান্ড নিষিদ্ধ করেছে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
ভুয়া রিভিউ: ৩ চীনা ব্র্যান্ড নিষিদ্ধ করেছে অ্যামাজন

ভুয়া রিভিউয়ের অভিযোগে তিনটি চীনা ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।  

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, অ্যামাজন ১৬ জুন থেকে শেনঝেনভিত্তিক ইলেকট্রনিক্স কোম্পানি সানভ্যালির অধীনে তিনটি ব্র্যান্ড আরএভিপাওয়ার পাওয়ার ব্যাংক, তাওট্রনিক্স ইয়ারফোন এবং ভাভা ক্যামেরা বিক্রি নিষিদ্ধ করেছে।

ব্যবসায়ীরা তাদের কেনাকাটা সম্পর্কে ইতিবাচক মন্তব্য লিখতে ইচ্ছুক গ্রাহকদের উপহার কার্ড সরবরাহ করছে বলে প্রমাণিত হওয়ার পরে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। চীনা ই-কমার্স বিশ্বে এটি সাধারণ ঘটনা হলেও অ্যামাজন বিষয়টি সিস্টেমের অপব্যবহার হিসাবে দেখে।  

অ্যামাজন এর আগেও চীনা ব্যবসায়ীদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিয়েছিল, যার মধ্যে টিকটকের মালিক বাইটডান্স সমর্থিত একটি অনলাইন স্টোরও ছিল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ৩০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।