ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু

ঢাকা: তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন অভিবাসী মারা গেছেন। নিহতদের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।

রোববার (১১ জুলাই) রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রয়টার্স জানায়, তুরস্কের ভেন প্রদেশে ৩৮ জন অভিবাসী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে মারা যান ১২ জন। মৃতরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। বাকি ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ইরান সীমান্তে অবস্থিত তুরস্কের ভেন প্রদেশ। এখান থেকে অভিবাসীরা তুরস্ক হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
টিআর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।