ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন দেউবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন দেউবা

আদালতের নির্দেশে নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এ নিয়ে তিনি ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন।  

সোমবার বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে নির্দেশ দেওয়া হয়।  

বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কেপি শর্মা অলি। তিনিই রাজনৈতিক কৌশলে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন।  

আদালতের বেঁধে দেওয়া সময়ের আগেই নতুন প্রধানমন্ত্রীর শপথ পড়ানো হবে। তবে তাকে প্রধানমন্ত্রী পদে টিকে থাকতে হলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে।  

সিপিএন-ইউএমএল সমর্থন প্রত্যাহার করার ফলে সংখ্যাগরিষ্ঠতায় কিছুটা পিছিয়ে আছেন দেউবা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।