ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানি-বেলজিয়ামে বন্যায় ৬০ জনের প্রাণহানি, নিখোঁজ ১৩০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
জার্মানি-বেলজিয়ামে বন্যায় ৬০ জনের প্রাণহানি, নিখোঁজ ১৩০০

জার্মানি ও বেলজিয়ামে আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে প্রায় ১৩শ মানুষ।

বন্যা ভাসিয়ে নিয়ে গেছে বাড়ি-ঘর, রাস্তার যানবাহনসহ সবকিছু। পশ্চিম ইউরোপজুড়েই ভারী বর্ষণ থেকে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিসিসি, সিএনএন, আল জাজিরা।

সিএনএন বলছে শুধু জার্মানিতেই ৪৯ জনের মৃত্যু হয়েছে। বেলজিয়ামে মারা গেছে ৬ জন। এছাড়া লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসও আক্রান্ত হয়েছে। তবে আল জাজিরা ৬০ ও বিবিসি বলছে মোট মৃতের সংখ্যা ৫৯।

জার্মানির রাইনল্যান্ড ও পালাটিনেট রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আবার ১৩শ মানুষ নিখোঁজ রয়েছেন অহরওয়েইলার জেলায়।

জার্মান আবহাওয়া বিভাগের কর্মকর্তা অড্রিয়াস ফ্রেডরিখ বলেন, এমন বৃষ্টি আমরা বিগত ১০০ বছরেও দেখিনি। কোথাও কোথাও আমরা দ্বিগুণ বৃষ্টি হতে দেখেছি। দুর্ভাগ্যবশত বেশকিছু বাড়িঘর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ১০০ থেকে ১৫০ মিলিমিটার।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।