ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রেনে হামলাকারীর ছুরিকাঘাতে ১০ যাত্রী আহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
ট্রেনে হামলাকারীর ছুরিকাঘাতে ১০ যাত্রী আহত

জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে হামলাকারীর ছুরিকাঘাতে ১০জন আহত হয়েছেন। হামলাকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন হামলায় আহত হওয়া এক নারীর অবস্থা আশঙ্কাজনক। বাকিরা শঙ্কামুক্ত রয়েছেন।  

শুক্রবার (৬ আগস্ট) রাতে হামলার ঘটনাটি ঘটে বলে শনিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
জাপানের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হামলাকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছে, তিনি সুখী মনে হওয়া নারীদের দেখে ক্ষুদ্ধ হন এবং তাদের হত্যা করতে চান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টেশনে ট্রেন থামার পর ট্রেনে উঠে হামলাকারী যাত্রীদের ছুরি দিয়ে আঘাত করে। এসময় লোকজন আতঙ্কে চিৎকার করছিলেন। সন্দেহভাজন হামলাকারীর শরীরও ছিল রক্তে ভেজা। এরপর যাত্রীদের চিৎকারে ওই তরুণ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটি দোকানে গিয়ে আশ্রয় নিলে পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টোকিও মেট্রোপলিটন পুলিশ জানায়, তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছেন।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১১৩৮, আগস্ট ০৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।