ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিশুরাও বাদ যাচ্ছে না সহিংসতা থেকে, ৩ দিনে ২৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
শিশুরাও বাদ যাচ্ছে না সহিংসতা থেকে, ৩ দিনে ২৭ শিশুর মৃত্যু ছবি: গ্লোব পোস্ট

আফগানিস্তানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে গত তিন দিনে অন্তত ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

আফগানিস্তানে শিশুদের ওপর সহিংসতা বৃদ্ধি পাওয়ার জেরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

এদিকে আফগানিস্তানের ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে। তবে তা মানতে রাজি নয় তালেবান।

ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে। কান্দাহার, খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ২৭ জন শিশু নিহত হয়েছে। গত তিন দিনে সেখানে ১৩৬ শিশু আহত হয়েছে।

সূত্র বিবিসি।


বাংলাদেশ সময় ঘণ্টা: ১০১০, আগস্ট ১০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।