ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংখ্যালঘুসহ সব আফগান শরণার্থীকে আশ্রয় দেবে ভারত!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
সংখ্যালঘুসহ সব আফগান শরণার্থীকে আশ্রয় দেবে ভারত!

সংখ্যালঘুসহ সব আফগান শরণার্থীকেই আশ্রয় দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের এক বিশেষ বৈঠকে তিনি এ কথা জানান।

খবর হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর।

এর আগে মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দেশে ফিরে জানিয়েছিলেন, আফগানদের ভোলেনি ভারত।  

ভারতীয় গণমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে শুধু সেই দেশের সংখ্যালঘুদের শরণার্থী হিসেবে গ্রহণ করার কথা বলা হলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয়, ঝুঁকির মুখে থাকা যে আফগানরা ভারতে আসতে চাইবেন, তাদের সবাইকেই আশ্রয় দেওয়া হবে। প্রাথমিকভাবে সিঙ্গল-এন্ট্রি ভিসা দেওয়া হবে ৬ মাসের। তারপর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, দূতাবাস বন্ধ থাকায় বিনামূল্যে ই-ভিসা পরিসেবা চালু করা হয়েছে আফগান নাগরিকদের জন্য। সেই ভিসার মাধ্যমে সব আফগান নাগরিকই আবেদন জানাতে পারবেন ভারতে আসার জন্য। প্রাথমিকভাবে ছয় মাস মেয়াদের ভিসা দেওয়া হবে আশ্রয় চাওয়া আফগানদের।  

উল্লেখ্য, ইতোমধ্যেই কাবুলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাসের কর্মীদের কেন্দ্র সরিয়ে নিয়েছে। কাবুলে ভারতীয় দূতাবাসটি বর্তমানে স্থানীয় কর্মীরা রয়েছেন। তারাই কাজ পরিচালনা করছেন বলে জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সন্ধ্যায় ক্যাবিনেট নিরাপত্তা কমিটির বৈঠকটি করেন তার নিজ বাসভবনেই। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।  

এদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আফগানিস্তান থেকে ভারতে আসতে চেয়ে ১ হাজার ৬৫০ জনেরও বেশি আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
ভিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।