ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা বিস্ফোরণে নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
পাকিস্তানে আশুরার মিছিলে বোমা বিস্ফোরণে নিহত ৩ 

পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে এরইমধ্যে তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  

বাহাওয়ালনগর শহরের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ‘আমাদের মিছিলের স্থানে বিস্ফোরণে তিনজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। ’

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত আহতদের সাহায্য করছেন অন্যরা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হুসেনও এএফপিকে মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। কারণ, ঘটনাস্থল থেকে এখনো আলামত সংগ্রহ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল।

সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।